তিরিশে যদি হয় তিরিশ’রে,
শিরীষে রবি তুই ফিরিস্’রে  ।
আমাকে ভালোবেসে
     আরো যে কাছে এসে
সব বাধা ফেলে- ঘিরিস্’রে !
শিরীষে, রবি তুই ফিরিস্’রে  ।।


পাইনি আমি তোর- কভু দেখা
থেকেছি কত ভোর একা একা ।
তবুও ভালোবেসে
        তোর ওই কাছে বসে
তোকে নিয়ে, কত গান লেখা !
থেকেছি কত ভোর একা একা ।।


বৈশাখী ভরা এই সাঁঝ বেলা,
সুবাসেরা সারাক্ষণ করে খেলা ।
আমাতেই যায় মেশে,
            তাই আজ আবেশে-
তোর এই শুভমেতে নয়  হেলা ।
সুবাসেরা সারাক্ষণ করে খেলা  ।।


তিরিশে যদি হয় তিরিশ’রে,
শিরীষে, রবি তুই ফিরিস্’রে  ।।