আজ,     যতনে ভরিছে আকাশ,
               আজ, যতনে রেখেছি কালি,
আজ      যতনে- মনের প্রকাশ
                আজ যতনে দিয়াছি ঢালি  ।
আজ      যতনে সেই কালি-
               আজ যতনে আমারে রাঙায়,
আজ      যতনে আসিয়া মালি-
               আজ যতনে আমারে জাগায়  ।
আজ      যতনে বাগান থেকে
               তুলিয়া আনিতে ফুল-
আজ     যতনে নিজেরে ঢেকে
              আজ যতনে করিনু ভুল  ।।


আজ       যতনে ফুটিল ফুল,
                 আজ যতনে জমিল আশা,
আজ        যতনে ভাঙিলো ভুল,
                আজ পাইয়া ভালোবাসা  ।
আজ        যতনে জমিল মধু,
                আজ যতনে আসিল মালি,
আজ        যতনে ঘরের বধু
                আজ বসিয়া মাজিলো থালি ।
আজ        যতনে ঘাটটি একা
                 দেখিয়া, চুপটি করে-
আজ        করিছে একাই লেখা,
                আজ, বেদনার বালুচরে  ।।