(গীতিকবিতা)


আজ কৃষ্ণচূড়ার লালিতে
   ছন্দ সুবাস ঢালিতে-,
ফিরলো বুঝি- ‘আমার রবি ঠাকুর’,
তাই বাগান জুড়ে মালিতে,
   ফুলটি আনে পালিতে,
পাওয়ার আশা জাগায়, এই- ‘নেপুর’ |
  ফিরলো বুঝি- ‘আমার রবি ঠাকুর’ ||


দেখি ময়ূয়েরই মসিতে
  রঙের ছটা কষিতে
দলটি বাঁধে সকাল কিংবা দুপুর,
তারা আসে, রবির হাসিতে,
    সবাই, ভালোবাসিতে
চুলটি বেঁধে পরায়, পায়ে নুপুর |
ফিরলো বুঝি- ‘আমার রবি ঠাকুর’ ||


আমি তাদের ভরা হাসিতে
    সুর তুলে যাই বাঁশিতে
দুখের আশা নিভিয়ে, -তুলি সুখুর,
তাই কৃষ্ণ সুবাস ঝরাতে
      মনটি আমার ভরাতে
আমি দেখি-, আমার মনের মুকুর |
ফিরল নাকি- ‘আমার রবি ঠাকুর’!