(গীতিকবিতা)


সাত সাগর আর তেরো নদী
       পারটি করে শেষে,
মাঝি ভাই তুই চল নিয়ে চল-
      আমার রবির দেশে  ।
যেখানে সেই ছোট্ট রবি
হয়েছে কবি,
     লিখেই সবই
      সবারে ভালোবেসে  ।
সেইখানেতে-, চল নিয়ে চল,
      আবার ভেসে ভেসে-
সাত সাগর আর তেরো নদী
       পারটি করে শেষে ||


মেঘ গুড় গুড়, বাদল নামে,
     লুকলি কোনসে ভেসে !
মাঝি ভাই তুই চল নিয়ে চল-
      আমায় রবির দেশে !
যেখানে তার সকল খেলা
বানায়ে ভেলা,
       কাটায় বেলা
        সবারে ভালোবেসে  ।
সেইখানেতে-, চল নিয়ে চল,
         নাও-টি নিয়ে এসে-
সাত সাগর আর তেরো নদী
       পারটি কর শেষে  ||


মাঝি ভাই তুই চল নিয়ে চল-
      আমায় রবির দেশে ||