(গীতিকবিতা)


চাও গো যদি, আমার সাথে-
       যেতে রবির দেশে,
আসো গো তবে, রাখো গো হাতে
       হাতটি ভালোবেসে  ।
চাও গো যদি, এই প্রভাতে
       আমার দ্বারেই এসে-
বসো গো তবে, থাকো গো, যাতে
      পথ না ফুরায় শেষে  ।
বালা, তোমার পরশ থাকলে ঢালা
    পালা করেই- হবেই পালা
                নানান ছদ্মবেশে ।
আসো গো তবে, থাকো গো সাথে
          আমারে ভালোবেসে !


সঙ্গে তুমি নিও গো বালা-,
রবির গলার বরণ মালা
         যাতে গো সুবাস ভাসে !


চাও গো যদি, আমার সাথে-
           যেতে রবির দেশে   ।।