(গীতিকবিতা)


আমি, তোমার দেখানো পথেই
      চলছি আজও তবু-
আমার কি যেন এক অভাব
        মলিন করল সবু ||


আমার ব্যথা যে তাই লাগে,
        সবই লেখার আগে,
তবু অভাব অভাব করেই-, মনে
        পাওয়ার আশা-ই জাগে |


তবু কোন সে চাওয়া-পাওয়া,
  আমায় গভীরে নিয়ে যাওয়া
  বুঝতে গিয়ে- হেরেই গেলাম,
         হলাম আমি শান্ত |
তবু,  মনের ঘরের জানালা খুলে
     সব অভাবী নিমেষে ভুলে
          ডাকছে তোমায়, পান্থ !


তুমি দাও গো সাড়া, আমার দ্বারে
             দাও গো দেখা একবার,
আমার মনের ঘরে তোমায় পেতে
              ডাকছি যে আজ বার বার ||


আজ  কৃষ্ণচূড়ার রাঙ্গা আভা
     প্রখর রোদে পড়ল দাবা,
            হল গো ফের শান্ত |
আজ ডাকছে তোমায় তোমার সুরে-,
             তোমার এই পান্থ ||