{ গীতিকবিতা }
(উতসর্গ ;- আমাদের বিশ্ব কবি রবি ঠাকুর’কে-) ।


তোমার ওই সুরের দোলা
     দোল দিয়ে যায় আজ আমারে ||
তাই আজ, আয় তোরা আয় !
     আয় আয় আয় , আয় নামারে |
তোমার ওই সুরের দোলা
     দোল দিয়ে যায় আজ আমারে ||


আমি আজ ভেসেই গেলাম,
ভেসে ভেসে পথ হারালাম
   ঢেউ ওঠা জল থৈ থৈ-  হৃদ্-মাঝারে !
তোমার ওই সুরের দোলা
     দোল দিয়ে যায় আজ আমারে ||


সে সুরে পাগল হলাম
তবু, -ওগো ধন্য হলাম,
    হায় হায়, হায় হায় হায়, হায় রামারে-|
তোমার ওই সুরের দোলা-,
     দোল দিয়ে যায় আজ আমারে ||


হব, তবু তোমার গোলাম,
ভেসে যাওয়া বন্ধ হলাম,
তাই আজ আয় তোরা আয় !
     আয় আয়, আয় আয় আয় , আয় থামারে |
তোমার ওই সুরের দোলা-,
     দোল দিয়ে যায় আজ আমারে ||