{ গীতিকবিতা }
(উতসর্গ ;- আমাদের বিশ্ব কবি রবি ঠাকুর’কে-) ।


   যা আজ পেলাম সবাই   ভুলবো না,
   তোমাকে দূরেই রেখে     চলবো না ।
মনের এই পরি-বাটি,  এঁটে দিয়ে চাবির কাঠি-
   কেউ তারে জীবন দ্বারে   খুলবো না ।
   যা আজ পেলাম সবাই   ভুলবো না  ।
বলি তাই বারবার’টি-  ‘তোমার ওই চরণ খাঁটি’,
   তাই আজ চরণ তলে-  ফুল বোনা ।  
   যা আজ পেলাম সবাই   ভুলবো না ।
জানি তাই, হাঁটা-হাঁটি,  তোমার সুরের ভাটিয়াল’টি-
   ধীরে ধীরে নিজের করেই  গুন-গুনা ।
   যা আজ পেলাম সবাই   ভুলবো না ।