( গীতিকবিতা )
                    ( উতসর্গ : বিশ্ব কবি রবি ঠাকুর'কে-)


               তোমাতে আমার যখন সবই- খুঁজিয়া খুঁজিয়া পাই,
               তখন আমাতে আমারি ভুলিয়া তোমাতে মিশিয়া যাই!
                                  ও হে-
              আমি আমারে ভুলিয়া- তোমারে রাখিবো মনে,
             আমি, রাখিবো মনে এই জীবনে, প্রতিটি ক্ষণে ক্ষণে ||
      তাই,  যদি চাই ভুলিতে আজি-  আমি,  সবিতে আমি, সবিতে রাজি,
             করিবো না তাই আমারে মানা, আজি এ শুভক্ষণে,
            আমি, রাখিবো মনে-, এই জীবনে প্রতিটি ক্ষণে ক্ষণে ||
      আজি,  যদি বা আসিয়া থাকে,  মেঘের,  ঘন কালো আজি ঢাকে,
            আমি, মেঘবালিকা সাজিয়া তবু, থাকিবো না মেঘ কোণে ,
         আমি, আমারে ভুলিয়া, দুলিয়া দুলিয়া তোমাতে মিশিয়া যাই-
              যখন আমার তোমাতেই সবই- খুঁজিয়া খুঁজিয়া পাই !