( গীতিকবিতা )
***উতসর্গ :  আমাদের বিশ্ব কবি রবি ঠাকুর'কে- ।  


এ মনে-
   আমি তোমারে রাখিনি  গোপনে,
   আমি তোমারে রাখিনি,  স্বপনে-|
আমি মিশায়া দিয়াছি, আকাশে বাতাসে-
             তোমারে রাখিয়া তপনে ||
কারণ আমার  আছে গো 'চাওয়া-পাওয়ায়',
বারণ আমার  আছে গো- ঘূর্ণ হাওয়ায়,
    সেই বারণই- আজি আমারে
              করিয়া রাখিছে আপনে |


তাই তো মনে-,
   আমি,   তোমারে রাখিনি  গোপনে
   আমি,   তোমারে রাখিনি  স্বপনে- |
আমি মিশায়া দিয়াছি, আকাশে বাতাসে-
             তোমারে রাখিয়া তপনে ||


বনে বনে তাই-, ফোটে গো ফুল,
           ছোটে গো সুবাস পবনে,
বাঁধিয়া রাখিতে, করিনি সে ভুল,
           মুক্তি দিয়াছি , এ মনে- |
আমি   তোমারে রাখিনি  গোপনে
   আমি   তোমারে রাখিনি,  স্বপনে-|
আমি মিশিয়া দিয়াছি, আকাশে বাতাসে-
             তোমারে রাখিয়া তপনে ||