ওই   তোমার সুরের তানপুরাটা-, আমার ভালোবাসা
   তাই  বাজাই যত আজকে তারে-, লাগে রে ভাই খাসা ||
   তবু   লাগে রে ভাই লাগে-, এই বুকের মাঝে লাগে,
             যখন তোমার সুরের তান-, তানপুরাতে জাগে |
           তখন আমার মনে পড়ে-  তোমার ভালোবাসা,
   তাই,  বাজাই যত আজকে তারে-, লাগে রে ভাই খাসা ||


   আজ   হিসাব লাগাই মনের খাতায় কত পেলাম আশা,
   আজ   সব শেষেতে ভাঙলো যখন আমার সকল বাসা ||
   তবু   পাওয়ার আশায় চাই গো যেতে-, আমি সবার আগে,
                যখন তোমার সুরের তান-, তানপুরাতে জাগে |
            তখন আমার মনে পড়ে-  দেওয়া তোমার ভাষা ,
   তাই,  বাজাই যত আজকে তারে-, লাগে রে ভাই খাসা ||