আমার  মরণ যে আজ পালিয়ে গেল  
               তোমার পরশ পেয়ে,
আমি   ‘ধন্য হলাম তোমার ছোঁয়ায়- ,
               ওগো আকাশ মেয়ে’ |
    যে ছোঁয়া- জীবন ফেরায়, আমার মাঝে,
    সে ছোঁয়া  আমার মনের মধ্য তাজে-
        স্থানটি পেল, আকাশ নীলে ছেয়ে |
আমি   ধন্য হলাম তোমার ছোঁয়ায়-  
                 ওগো আকাশ মেয়ে ||


তোমায়   ভালোবাসি বলে কি আজ
            মরণ বীণার দ্বারা-
আমায়   যমের থেকে ছিনিয়ে নিয়ে
            করলে কি গো কারা !
  আমি তাই-  হলাম তোমার জীবন সাথী,
    যতদিন   জীবন মাঝে জ্বলবে বাতি-
        এই জীবনে, থাকবে তুমি ছেয়ে |
আমি   ধন্য হলাম তোমার ছোঁয়ায়-,  
                    ওগো আকাশ মেয়ে ||