কে সে    আমার দ্বারে বারে বারে তাকায় ফিরে
  কে সে    দিন দাহাড়ে আমায় ছাড়ে আমায় ঘিরে ।
  কে সে    খেলার ছলে- দলে দলে হৃদয়’টিরে
  কে সে    নাচায় আরো, যদি পারো, আমার পারে-
আনো আনো, আনো, আনো, হাতটা ধরে আমার দ্বারে !


  কে সে    রবি মাসে আমার পাশে থাকে ঘিরে
  কে সে    কৃষ্ণচূড়ার পাঁপড়ি পোড়ার গন্ধে ফিরে ।
  কে সে    প্রদীপ সাজে হৃদয় মাঝে ধীরে ধীরে-
  কে সে   আলোর দ্বারা করে ‘কারা’ হৃদয়’টিরে ।
তাকে আজ আনো, আনো, আনো, আনো, আমার তীরে !