(উতসর্গ : বিশ্ব কবি রবি ঠাকুর'কে- ।)


আজ   সবারে ভালোবেসে  তুমি,  আশিষ দাও গো এসে-,
   এই তো চাওয়া পাওয়া,  আজ,  আমার যে আছে শেষে |
                    তুমি  নিষ্ঠুর নওতো জানি,
                     ওই,  তোমার সকল বাণী
আজ   সবারি তরে-, ঢেলেই দাও-, সবারে ভালোবেসে |
আমরা,  দেখিতে চাই গো আবার, তোমারে সেই বেশে ||


তুমি  তোমাতে যখন,  আমি,   তোমাতে তখন থাকি গো ,
   তবু এ চাওয়া পাওয়া, আমি কখনো ফেলে না রাখি গো !
                   যদি   ফেলিয়া দি হে প্রাণ,
                  আমি  পাইবো কি আর মান ?
যে মান-  আমারো ঘরে,  সে মান  সবার ঘরে দিও গো,
আসো,  দেখিতে চাই গো আবার, তোমারে- সেই বেশে ||


এই তো চাওয়া পাওয়া,  আজ  আমার যে আছে শেষে |