( উতসর্গ : বিশ্ব কবি রবি ঠাকুর'কে-। )


               গানে গানে-, এই প্রাণে, জমবে যখন রবির সুরের খেলা-,
       কাটবে তখন নিশি, কাটবে তখন দিশি, কাটবে তখন সারা সারা বেলা ।।
                     তখন, ওহে মনটা তোমার করবে পালাই পালাই-,
                    আকাশেতে তখন-, পাখিদের সাথে উড়ে যাও ভাই !
            ওই সুদূরে-, যখন উড়ে উড়ে যায় পাখিদের সাথে মেঘেদের ভেলা,
           উড়ে উড়ে যাও, যখন করে না গো ওরা- কোনো কিছুতেই হেলা,
      তখন, যাও-, যাও আরো দূরে,  প্রাণে জমা রবির সুরে সুরে
                                                         যদি, হওগো রবির চেলা ।
                 গানে গানে-, এই প্রাণে, জমবে যখন রবির সুরের খেলা- ।।