আমার   মনের বন্ধু গহীন বনে-,    
           কি খেলা আজ খেলে গো,
আমি   পাই না মানে তাহার মনে
           কি দীপ আজ জ্বলে গো ।
    সেই দীপটি- বাড়ায় আলো
    কখন আবার বাড়ায় কালো-,
      আমি    ভেবেই না হায় পাই গো ।
আমি    ছুপি যে তাই মনেই আমার-
            স্বপ্নে তাকে পেলেই গো,
আমার   মনের বন্ধু গহীন বনে-,    
           কি খেলা আজ খেলে গো ।।


    সেই খেলা- খেলা যে নয়
           তাহার হাজার ছলনা ,
   এ হৃদয়- তাই শুধু নয়
          মিলন মেলায় মিললো না ।
     যে মিলন আঁকা ছিল,
    সে মিলন কালোই দিল-,
          আর, হৃদয়টাকে জ্বাললো গো ।
আমি    ছুপি যে তাই- মনেই আমার
            স্বপ্নে তাকে পেলেই গো
আমার   মনের বন্ধু গহীন বনে-,    
           কি খেলা আজ খেলে গো  ।।