পুব আকাশের এই সকালে- ফুটন্ত ওই আলো
জীবন মাঝের হাটায় যত এক নিমেষে কালো ।
      জীবন যে তাই- সচ্ছ হল সবার,
      এই জীবনে তা তো ছিল হবার ,
তাই তো মনে সকালটা আজ লাগছে খুবই ভালো,
তাই তো মনে জীবনটা আজ রবির আলোয় আলো ।।


এই সকালে পাখির মতো উড়তে যে চায় মন ,
এই সকালে-, থাকলে ডানা উড়তে কতক্ষণ !
     জীবন যখন রবির আলো ভরে-,
     ভাবনা যে তাই রবির আলোর তরে !
থাকবো ব্রত, জীবন মাঝে- জীবন যতক্ষণ,
এই সকালে রবিরে তাই- করি গো চয়ন ।।