সুর ছিল- হায় গো
       আজ গেল কোথা ,
বেসুরে- আমি আজ
       ঘুরি হেথা-হোথা ||
মন আজ মানে না যে-,
কেউ কি তা জানে না যে
        হৃদয়ে কি ব্যথা ?
সুর ছিল- হায়, গো-
       আজ গেল কোথা ||


প্রাণ মাঝে- ছিল সুর,
      ছিল নানা কথা,
আজ সুর- হারায়ে
      দিলে শত ব্যথা ||
মন তাই শোনে না যে,
দেখা তুমি দিলে না যে,
       ভাঙি তাই প্রথা !
সুর ছিল- হায়, গো-
       আজ গেল কোথা ||


যে সুর তুমি- দিয়েছিলে প্রাণে
সেই সুর আজ- হানে শুধু হানে ||
বেসুরে- তাই আমি
               ঘুরি হেথা-হোথা |
সুর ছিল- হায়, গো-
               আজ গেল কোথা ||