আমার    খেলার ঘর জমলো যখন নিজের মতো করে
ওরে-    এমন খেলায়- কাটবে বেলা, জনম জনম ধরে ||
ওরে-  যে খেলাটায় হারটি নেই-,  সে খেলাটার ধরতে খেই
       বারে বারে- লড়বে জীবন, সকল বালুচরে |
আমার   খেলার ঘর জমলো যখন- নিজের মতো করে ||


আমি   খেলার ছলে ভুলবো না গো জীবন কত দামি
ওরে-   খেলার মাঝে- থাকবো জেগে অনেক দূরগামী ||
আমি, না হয় খেলাই করি,   খেলাই করে জীবন গড়ি,
      যতটা দিন- খেলার ঘরে সাজবো গো গোস্বামী |
তবু   খেলার ছলে ভুলবো না হায়-, রাখবো চেতন ভরে ||
আমার    খেলার ঘর জমলো যখন নিজের মতো করে
ওরে-    এমন খেলায়- কাটবে বেলা, জনম জনম ধরে ||