কারণ আমার বলা বারণ আজকে তোমার কাছে
যে কারণ হৃদয় মাঝে-, লুকানো আমার আছে ||
           আমি পাথর হয়ে আছি  
          ওগো, তোমার কাছাকাছি-
হৃদয়ের সকল জ্বালা থাক না তাই পাছে |
                 -ও আমার থাক না আজ পাছে,                
যে কারণ হৃদয় মাঝে-, লুকানো আমার আছে |
সে কারণ বলা বারণ- আজকে তোমার কাছে ||


সে কারণ আজকে যদি ফুলের মতো ঝরবে
তবে সে ভীষণ জ্বালায় নিজেই নিজে মরবে ||
         আমি হৃদয়ে আজ রাখতে-,
         আমি, এমনই চাই থাকতে
সারা জীবন, আমার এ মন ব্যথায় যদিও ভরবে !
                    ও আমার ব্যথায় যদিও ভরবে ,
তবু আমার কারণ- বারণ, ওগো তোমার কাছে,
যে কারণ হৃদয় মাঝে-, লুকানো আমার আছে ||