হৃদয় মাঝে যাহারা রাজে তাহারা আপন নয়,
তাহারা আমার হৃদয় তলের- কুণ্ঠ অনুনয়  ||
       তাহারা, আমার নয় যে কেহ,
       নিথর তাই- আমার দেহ,
নিথর তাই- যাহারা আমার সুপ্ত গুণী হয় |
               তাহারা নিঠুর খুব
               পোড়ায় শুধুই ধুপ,
তাহারা তাই জীবন তলে করে গো অভিনয়
তবুও তাদের আমার মাঝে কুণ্ঠ অনুনয় ||


বিপদ তাই ঘনিয়ে আসে আমার হৃদয় তলে
তাইতো আমি নিথর হবো কাউকে না বলে ||
        যদি আজ মিথ্যা না হই,
        -এ নিথর হোক বিজয়ী ,
আমি তবে হৃদয় মাঝে- বাঁচবো তা তাহলে |
                 তবেই হৃদয় তল
                 পাবে আবার বল,
পাবে আবার হৃদয় আমার- সকল পরিনয়,
তাইতো আজি পণ করেছি, নয় গো অনুনয় ||