আমি,  তোদের কথা ভেবে
         মরেই গেছি কবে,
              হয়েছি আমি যে নশ্ব,
সেই    তোদের গল্প গাঁথা,
         আমার সকল ব্যথা
             হয়েছে সকলের রহস্য ।।


তোরা   মানুষ হবি বলে,
         এলি না দলে দলে !
              তাইতো ক্ষেতে নাই শস্য,
ওই   সকল তাইতো আজ
       ফেলে রেখে সব কাজ
              বিনা বোনা ক্ষেতে করে চষ্য ।।


তাই   বেঁচেও মরেই থাকা
        নিজেকে যতনে ঢাকা,
               নিজেকে করি না তাই তস্য,
আজ  হবে তো জানা তা !
       রচে গেছ বিধাতা-,
            ' হয়ে গেছ-, সকলেরই নস্য ' ।।



***নস্য- নাকের মধ্যদিয়ে প্রয়োগ করা হয় এমন তামাকচূর্ণ ।
কবিতায়- ' নস্য ' শব্দটি ক্ষতিকারক  অর্থেই ব্যবহৃত হয়েছে । যাদেরকে সমাজের সকল ভালো কাজে আহ্বান দেওয়ার পরও-, আসেনি , তাদেরকেই- নস্য রূপেই বোঝানো হয়েছে কবিতায় ।