ময়না কর না হাজার বায়না !
তোর ওই কষ্ট গুলো-,
      আর যে দেখা যায় না,
আমার, আর যে দেখা যায় না ||


   খাবি নাকি ঝালের মুড়ি,
   নিবি নাকি ফলের ঝুড়ি !
নিবি যদি, নেওয়ার আগে-
      করিস্, হাজার বায়না !
নিবি যদি নেওয়ার আগে-,
      কর না হাজার বায়না ||
  রাগ তুই ভাঙরে আজ,
  এই দেখ্- বন্ধ কাজ,
সব ফেলে দৌড়ে, উড়ে-
       আমার কাছে আয় না,
নিবি যদি নেওয়ার আগে
      কর না হাজার বায়না ||


ময়না আর যে কথা কয় না,
চুপটি থেকে সারাই বেলা-
         দেখে ঘরের আয়না ||
ময়না কর না হাজার বায়না !