নয়নে তাহার জলের রাশি-, যেন গো বানভাসি,
ধেয়ে আসে সে দ্রুতই বেগে, যেন সে সর্বনাসি |
তাহারি বারি রাখিতে নারি,
বারে বারে তাই আমাতে হারি,
তবুও তারে ধরিয়া রাখিতে বারে বারে আমি ফাসি,
নয়নে তাহার জলের রাশি-, যেন গো বানভাসি ||


ও যে সাগরিরূপী অথৈ জলের কুলুকুলু জলধ্বণি
ও যে হৃদয় নদের প্লাবন বারি, ভাঙ্গিবে সকল জানি |
তাইতো তাহারে রাখিয়া বাহারে
আমারি হৃদয় দিয়াছি তাহারে,
নিয়াছি তাহারে গোপনে স্বপনে, বাজায়ে কানারো বাঁশি
ও সে আমার মনের সংগোপনের- গুপ্ত অভিলাষি ||