সকাল আমার সাতটি সুরের ঘাট বাঁধা ওই হারমনি,
তাইতো আমি, যখন তখন- একূল ওকূল গুণগুণি |
        তারই ছোঁয়ায়-, ওগো, তারই পরশ
          ওগো, থাকে যেন- সহস্র বরষ ,
যখন আমার- বাঁচা মরার জীবন বাতির ঠুনঠুনি,
তখন আমার বেঁচেই থাকুক পাঁচটি কাঠির হারমনি ||


সকাল আমার- কাকের রাজ্যে মিঠাস ভরা তেপান্তর
সকাল আমার-, সুরের রাজ্যে সুর ও স্বরের মনান্তর |
     তাইতো সকাল, -ওগো, তাইতো সকাল
         ওগো, আমার মনের- সে চিরকাল
থাকবে বেঁচে, গাইবে নেচে-, বাজিয়ে যাবে ঝনঝনি,
যখন আমার, সাতটি সুরের- ঘাট বাঁধা ওই হারমনি ||