যেখানে আলোর নেই যতি,
সেখানে ক্ষতিরও নেই ক্ষতি- |
সেখানে সব লাগলেও ভালো
সেখানে সাতটি রঙই কালো  |
সেখানে বিশ্বাস থাকে হাজার
তবুও কালোরই পুরো বাজার |
যেখানে হাজার হলেও বারণ
সেখানে সবারই একই কারন-;
সেখানে হতাশ, প্রাণে প্রাণে-
থাকে একে ও অপরের গানে-
“অন্ধকার-  মানে আলোকহীন”,
“অন্ধকার-  মানেই দৃশ্যহীন”  ||