তুমি নীরবে কাঁদো, নীরবে হাসো,
       আমারে রাখিয়া দূরে- ,
  অপরূপ সেই সুরে ।
আমি চুপিসারে সব দেখিয়া লিখি
       হৃদয় খাতার পুরে ...।।


তোমারে যখন ভালো গো বাসি
আমিও কাঁদি, আমিও হাসি-,
নিজেকে আমি- তখনই শাসি,
          অপরূপ সেই সুরে-,
যখন , তুমি, নীরবে কাঁদো, নীরবে হাসো,
        আমারে রাখিয়া দূরে  ।
                অপরূপ সেই সুরে ...।।


তুমি ডাকিয়া নিও কাছেতে আমায়
        রাখিও না আর দূরে-,
              অপরূপ সেই সুরে   ।।