কোথা কিছু নাইরে,
     সখীরে-,তবু আজো এই পথে
   হেঁটেই শুধু যাইরে |


মাঠে ঘাটে খালে বিলে
যদি মেলে এই দিলে
   সুখ ভরা ছাইরে-,
বন্ধুরে-, হেঁটেই শুধু যাইরে |
     সখীরে-,তবু আজো এই পথে-,
    কোথাও কিছু নাইরে |
মনে সাধ শত আছে
তাই যাই-, পাছে পাছে,
       নিজে ঘরে বাইরে |
হয়ে আজো একতারা
হই আজো ধ্রুবতারা,
      হই পরীযাইরে- |
সখীরে-,তবু আজো এই পথে-,
     কোথা কিছু নাইরে |
তবু আজো এই পথে-,
     হেঁটে শুধু যাইরে- |


রাত থাকে সাক্ষী, আর-
   সাক্ষী থাকে পাখি,
বলে তারা-, বার বার
    আমি দি ফাঁকি |
          হায়রে- !
তবু আজো, এই পথে-,
     হেঁটে শুধু যাইরে- |