সকালের সুরে চলে যাও দূরে-, যেখানে শান্ত হাওয়া
পাতায় পাতায় ফের ঘুরে ফিরে করে গো আসা যাওয়া  ।।
          যেখানে গীটার- তবলার তালে বাউলিয়া করে মন
          সেখানে থাকো হাসিতে ছাওয়া, রাখোনা কোনো বেদন ।।
সেখানে ভোরে চলে যাও দূরে- যেখানে জীবন বাওয়া
ফুরাতে গেলে ফুরায় না আর, তবুও হয় না নাওয়া !
        সেখানে সকলে চলে যাও সুরে- যেখানে শান্ত হাওয়া
        ফুলের সুবাসে সুরের প্রকাশে করে গো আসা যাওয়া ।।


যেখানে পাখির কলতান শুনে ভোমরেরা করে গুনগুন,
নদীর ধ্বনি কুলুকুলু ছেড়ে বেজে ওঠে রুন-ঝুন ।।
       যেখানে বাশুরি ছাপায়ে নুপুরি বেজে ওঠে গানে গানে
       যেখানে প্রাণে, বার বার শুনে- বার বার শুধু হানে ।।
সেখানে চলো সকলে সকালে- সাত সুরে দি ধাওয়া
যেখানে আছে তোমার ও আমার সকলি চাওয়া-পাওয়া ।।
      যেখানে সুবাস সুরের প্রকাশে করে গো আসা যাওয়া
      সেখানে চলো-, সেখানে চলো-, সুরেতেই করি নাওয়া ।।