ওই  এলো মেলো কাগজেরা-,
       ছড়িয়ে ছিটিয়ে আজ
    পড়ে আছে হৃদয়ের এক কোণে- যত,
তবু কুড়িযে কুড়িয়ে আনি-
  তারে, বেকার বলেই জানি,
     তাই আজ হৃদয়ের- এক কোণ ক্ষত ||
জমিয়ে জমিয়ে সে তো-
   পাহাড় কূলের মতো
     মরা ঘাসে আজ পরিনত |    
তবু , হৃদয়ের টান
   সে তো বড় বেমানান    
      জমে জমে বাড়ায় নানান ক্ষত ||
তারা কখনো লাগে না কাজে
ভাবি-, ফেলে দি আজে-বাজে
তবু, হৃদয়ে সদাই রাজে-,
     জানি না মনে- কাদের ব্রত  
       পালনে সদাই রত |
ওই  এলো মেলো কাগজেরা-,
       ছড়িয়ে ছিটিয়ে আজ
    পড়ে আছে হৃদয়ের এক কোণে- যত
আমি কুড়িযে কুড়িয়ে আনি-
  তারে, বেকার বলেই জানি,
     তাই আজ, হৃদয়ের এক কোণ ক্ষত ||