কথা দাও আমায়, থামবে না তুমি
বয়ে যাবে, বৈশাখি-, ঝড়ের মতো
ঝরে যাবে ঝরনার জলের মতো,
তুমি, কথা দাও আমায়,
থামবে না- যেতে যেতে হলে নিজে ক্ষত,
      তুমি, কথা দাও আমায় ।।


তুমি থামবে না আর,
যদিও থেমে যায় আমার জীবন
যদিও থেমে যায় আমার এ মন...
তবু, থামবে না তুমি-,
বয়ে যাবে তুমি, সাহারার বুকে লু’য়ের মতো  ।
কথা দাও আমায়, থামবে না তুমি......,


যদি তুমি থামো, থেমে যাবে সব,
হয়ে যাবে তবে সকলই নীরব,
     হয়ে যাবে সকালই-, আঁধার তবে,
কথা দাও তবে-, থামবে না তুমি !