বয়স আমার খুবই কম বাড়ছে তবু ভুঁড়িটা,
দল বদলের পালা, তবু, সময় এখন কুড়িটা ।
          হাতে তবে রইল বাকি
          মাত্র চার, আর বা কি !
এই সময়ে দ্বিগুণ পেতে, হাওয়ায় ভরি পুরি’টা,
বয়স যখন খুবই কম, বাড়লে বাড়ুক ভুঁড়িটা ।।


নাকটাকে বেশ ঢাক ডাকিয়ে, ঘুমাই তবে তা ধিন ধিন
দাদুর আছে রেশন দোকান, মশাল নেবো, দুই কি টিন !
           সেই মশালি- নাকেই ঢেলে
           ঘুম ঘুম ঘুম যাবোই খেলে,
বাকি যদি থাকবে তবে, থাকুক আমার চারে-, তিন
দাদুর যখন রেশন দোকান, মশাল নেবো, দুই কি টিন ।।


তবেই আমার সব কাজেতে-, শুনবে বসে গোস্বামী জয়,
গ্যাস, অম্বল, এই ভুঁড়িতে-! মোটেই নেই-, বললে হয়!
           থাকে যদি একটু আধটু,
           এতেই যদি- রয় পার্ট-টু,
মিছেই তবে ওই বেলাতে-, ঘুমকে ছেড়ে করবো ভয় !
মোটেই নয়-! গ্যাস, অম্বল, এই ভুঁড়িতে- একটু হয় ।।


তারপরও, থাকে যদি- সর্বচ্চে শুধুই ‘ওয়ান’,
তখন আর ঘুমটা নয়, বসেই শুধু গাইবো গান ।
           গাইবো গান ভরবে প্রাণ
           নাইবা তাতে থাকুক তান,
তখন সবাই দেখবে আমায়, স্কোরবোর্ডেতে কষেই রান,
তখন মোটেই ঘুমটা নয়-, বসেই শুধু গাইবো গান ।।


বসেই শুধু থাকবো না ভাই-, থাকবো আরো অপেক্ষাতে-,
যেমন করে জানার জন্যে- তোমরা জাগো সুখের রাতে ।
           উল্লাসে তাই  মনটা আমার,
          এই খুশিতে- নেই যে থামার,
তাই তোমাদের বলি সখী- হাতের তালি, না রয় হাতে,
যেমন করে জানার জন্যে- তোমরা আছো আমার সাথে ।।


কিন্তু আমায় চুপিসারে- কেউ যে বলে কানে কানে,
"সবটি পাবে-, যখন যাবে হরিবলের গানে গানে" ।
           কিন্তু আমি- এইতো সবে
           উঠনু জেগে গানের রবে !
তোমরা তবে বল না ভাই- সেঞ্চুরি নয় এমন রানে ?
ধ্যাত্ তারিকি-! জাগার সময় ঘুমটি কেন এই জানে ?