আজ     আকাশের ওই- নীল আভা হলো ঘন কালো ,
আমাদের   প্রদীপ শিখা ঘরে ঘরে জ্বালিয়ে নেওয়া ভালো ||
        যখন  আঁধার ঢাকবে গোটা
        তখন  লাগবে কাজে ওটা- !
   বসেই তবে নয় যে সবাই এসেই প্রদীপ জ্বালো,  
আজ     আকাশের ওই- নীল আভা হলো ঘন কালো ||
        হয়তো  দমকা ঝড় হবে
        শিখা– নিভিয়ে হয়তো দেবে,
   তাই তোমরা দেবে ঘেরা-, যাতে জ্বলে আরো ভালো,
আজ     আকাশের ওই- নীল আভা হলো ঘন কালো ||
        তোমরা  জ্বালিয়ে তারে থাকো,
        তাকে   নজরে নজরে রাখো !
   যেন আলো মুঁছায় কালো, এবং জ্বলে আরো ভালো,
আজ     আকাশের ওই- নীল আভা হলো ঘন কালো ||