বয়স করেনি কোনো ভুল  ফোটায়নি বেদনার ফুল,
   হারিয়েছে তার শুধু-, এ-কুল ও-কুল,
জীবনতো হয়নি ঘাট    যদিও- বয়স আজ ষাট্
   তবুও দাঁড়িয়ে আমি-, হাতে নিয়ে গুল ||


ভালোবাসার- এই টান    বাঁচিয়ে রেখেছে মন-প্রাণ
  বেঁচে নেই শুধু কোনো-, মান অভিমান ,
তাইতো হাতে নিয়ে-,    লোক কথা জলে দিয়ে
  সোহাগ আদর নিয়ে- ফুটছে সে ফুল ||


কিন্তু, যে প্রিয়া তবে    তুমি এলে- গুল হবে
  আরো হতে আরো আরো, আরো একাকার,
কিন্তু যে প্রজাপতি    করে যদি মাতামাতি
   প্রমানিত করে দেবো সব তার ভুল ||


কারণ, আমার ওগো-!  প্রিয়ার এই ফুল ||