তোমায় বলতে এলুম একটি গানের কথা
    যে গান ওগো- আমার স্বরে
            বাড়ায় ব্যকুলতা ||
তোমায় বলতে এলুম একটি প্রাণের কথা
    যে প্রাণ ওগো ভাঙে আমার
            হাজার গোপনতা ||


যে প্রাণ আমার গভীর ভাবে মত্ত থাকে
            সারাটি ক্ষন ধরে,
         সারাটি দিন ধরে-
   মত্ত থেকে হারিয়ে ফেলি-, নিজের আকুলতা
    সে প্রাণ ওগো আমার প্রাণে-, কেমন করে
                আজকে আবার মিতা !
  তাইতো তোমায় বলতে এলুম-
                  একটি গানের কথা,
তাইতো তোমায় বলতে এলুম
                একটি প্রাণের কথা ||
    
  যখন প্রেমের গভীরতা- বাড়তে থাকে,
                এই কুলেতে-,
         বাড়তে থাকে ওই কুলেতে-,
জানি না কি- কেমন করে তখন ওগো-,
            তখন ওগো- কোন সে ভুলে
প্রাণের মাঝে নানান ছলে বাড়ে প্রবণতা !
            কেমন বাড়ে ব্যকুলতা !
    তাইতো তোমায় বলতে এলুম-,
    তাইতো তোমায় বলতে এলুম
            একটি প্রাণের কথা |
    তাইতো তোমায় বলতে এলুম-
               একটি গানের কথা ||