আমি    গ্রামের পর গ্রাম পেরিয়ে এলাম
             তোমার এই আঁচল তলে,
আমি    একটু আবার তোমার পরশ
              আমাতেই পাবো বলে ||


কত গাছ গাছালি, কত পাখ পাখালি
এই ধরার তলের শত জমানো কালি
          পায়ে পায়ে আজ সব সরিয়ে ঠেলে,
আমি গুন গুন সুরে এসে তোমার নুরে
আলোকিত হবো বলে- এই চেনা পুরে,
         বার বার, সেই পথে সব দূরে ফেলে-
আমি    গ্রামের পর গ্রাম পেরিয়ে এলাম
             তোমার এই আঁচল তলে ,
আমি    একটু আবার তোমার পরশ
              আমাতেই পাবো বলে ||


আমার এমন টান আজ বড় বেমানান
বেঁচে থাকা এই পথে সখি রা জানান,
          আমি নাকি একদাই পাগোল হলে
সব কিছু ভুলে যাবো সেই বেলাতে-,
তখন নাকি আমি এই খেলাতে
         সঙ্গী হারা হয়ে- যাবোই চলে,
তবু    গ্রামের পর গ্রাম পেরিয়ে আমি
             তোমার এই আঁচল তলে ,
আমি   পাগোলই বেশে- ফের আসবো শেষে,
              এই কথা গেলাম বলে ||