এই ভোরের বেলা
আয় করবো খেলা
     আয় মিলে মিশে হই একদল,
যাতে রইবে না হার
যাতে বার বার বার
    হবে জেতাটাই সবারই যে বল ||


যাতে সব জুটবে
যাতে ফুল ফুটবে
    যাতে ভ্রমররা আসবে আবার,
তবে আয় আয় আজ
সব ফেলে রেখে কাজ
   এই সকালের সুরেতে গা’বার-
ক্ষণ এসে যে গেল-,
কই চোখ’টি মেল !
   এই সকালরা যাদুর কাঁঠি
সব ছুঁয়ে দিয়ে যাবে,
সব মুছে নিয়ে গা’বে
   যাতে গুণ দিয়ে হবে কাটাকাটি ||


যদি গুণে থাকো ভরা
তবে কাঁপবেই ধরা-!
   তাই, এ খেলায়- রাখো না যে ছল,
তবে হার হবে পার,
তবে বার বার বার
    হবে জেতাটাই সবারই যে বল ||