পাহাড় কোলে দেখছি আমি- ঝিলমিল ঝিলমিল
ঝর্ণা ধারা বইছে সুরে-, সাজিয়ে মেহফিল ,
        সেই আসরে- গাছ ও পাখি নাইছে নেমে,
        এমন ধারা দেখেই তারা কেমনে থামে !
দেখেই তাদের আমি ওগো- এমনই মিল,
মুগ্ধ হলো, পাহাড় কোলে-, আমার এ দিল ||
    
তাহার,  ধারার ধ্বনি- সুরের খনির ঘাট বাঁধানো
         হারমনি আর তবলার তাল হয় বাজানো,
                   বীণারও তার বাজায় কণা- প্রতি তারে,
                   ঝর্ণা ছাড়া আর বা কারা এমন পারে ?
এমনই ফিল- গড়ায় সে ঝিল, তারই জলে
চাঁদের রোশন পড়ে ঝিক্-ঝিক্ হৃদয় তলে- ,
         তাইতো দেখে আমার বুকে- এমনই মিল
         মুগ্ধ হলো পাহাড় কোলে-, আমার এ দিল ||