***কবিতাটি পড়ার আগে জানিয়ে রাখি যে- এই কবিতাটি দুই বন্ধুর কথোপকথনের দ্বারা লিখিত । যাদের মধ্যে একজন পুকুরে নাইছে, এবং অন্য জন পুকুর পাড়ে  দাঁড়িয়ে । তাদের মধ্যে একজন সাঁতার দিতে কিংবা ডুব দেওয়াতে বেশ পটু । এবার কবিতায় আসি-


আমার ইচ্ছে হলে- যাবোই চলে নাইতে জলে,
      বন্ধু তখন পার পাবে না একটু হলে,
যতই তুমি- আমায় ঢাকো নানান ছলে,
      বন্ধু তখন পার পাবে না-, একটু হলে !


আমি নাকটি টিপে-, ডুবের পর ডুপটি দিতে
পটু আছি ডোবার খেলায়, নেবোই জিতে ।
         কারণ যদি তোমার ঘর শূণ্য- নলে,
         বন্ধু তখন পার পাবে না আমার বলে  ।
যতই তখন আমায় ঢাকো নানান ছলে-,
বন্ধু তখন পার পাবে কি- একটু হলে !


পারি আমি এক ডুবেতে- ওপার যেতে,
এতে কি আর বেশি করে হয় গো খেতে ?
         নয় গো নয়, পেতেই জয়-, একটু হলে
         কারোর কাছে, কারোর পাছে- যাই না ঢলে ।
জানতে যদি চাইছো তবে এই না দেখো
ঝাঁপটি দিতে হয় বা কেমন- আজকে শেখো !
        আবার কেমন যাচ্ছি চলে জলের তলে-
        দেখেই শেখো কিংবা করো-, একটু হলে,
কিন্তু, নিজে যতই ঢাকো নানান ছলে-,
বন্ধু যে আজ পার পাবে না-, একটু হলে ।