আকাশ...
   ওরে ও বাতাস
তোদের একটি কথা
   বলে যাই-, কানে কানে
   আমার এই গানে গানে
তোরা হারিয়ে দিস্ ওদের আবার
                আগের মতো,
এই জগতের শয়তান রূপী
                  মানুষ যত
যারা, অত্যাচারের জালের ফাঁস
       বুনছে বারো মাস !
তাদেরই  আকাশ......
             ওরে ও বাতাস
উড়িয়ে- আবার নিয়ে যাস্
        আগের মতো,
করে দিস্ আবার ওদের হতাস্ !


মেঘ...
   শুনেছি লুকানো তোতে খুবই জলের বেগ !
   শুনেছি লুকানো তোতে বরফ রূপী কেক,
শুনেছি তোরা নাকি ভাসিয়ে নিস্ সব !
তবে কেন ? আজকে তোরা আবার
       নিস্ না নাম গন্ধ নামার !
বানবেগে দে রে ফেলে আবার
        করে দে- ওদের ঘূর্ণলাশ !


ঝড়...
   শুনেছি তোদের নাকি বড়ই আছে জোর !
   তোরা নাকি উড়িয়ে নিস্- এর ও ওদের ঘর !
জানি তোরা নিস্ না পেতে হার,
তবে কেন ? আজকে তোরা আবার
         হয়েছিস্ বদ্ধ ঘরের দাস !
পাকে ফেলে দে রে ওদের তোরা
       বানিয়ে দে রে ঘূর্ণলাশ !
    ও আমার বাতাস ,
          ও আমার আকাশ !