আমার   বাগান জুড়ে যখন ফুলের
             সুবাস -ওঠে মেতে,
       তখন আমার ইচ্ছে করে
       ভোরে কিংবা রাত দুপুরে
             আপন করে পেতে,
       কিন্তু, এ মন বদ্ধ ঘরে
       জাঁতার কলে পড়েই মরে,
            পারে না আর যেতে  ।।


    ব্যথায় তখন  বুকটি ভরে,
    মনে তখন-  দুঃখ ওরে
            কান্না আবার চোখে,
    হায়রে তখন সকল সুখ
    ঘরের কোণে হয় রে মূক,
            কাঁদি, একাই ঝোঁকে...।
    তখন আমার মৌমাছিরা
    একেলা ফেরে সারা সারা  
               সুখের ভরা ক্ষেতে,
    প্রজাপ্রতির দলটি ও তো-!
    মৌমাছিদের নকল মতো
               ঘোরে সকল পেতে ।
   শুধুই- ,   পারি না আমি যেতে,
আমার,   বাগান জুড়ে যখন ফুলের---
                  সুবাস -ওঠে মেতে !