ওরে    আকাশ কালোয় ঘনিয়ে গেল-,
এপার হতে ওপার,
             যেন সহস্র কালো মেয়েরা
খুললো বাঁধন খোঁপার ।।


   আমি তখন- জানলা খুলে,
   না জানি কোন নিজের ভুলে
সাজলাম বড় লোফার,
      যখন কালোয়- ঘনিয়ে গেল
এপার হতে- ওপার ।।


   মনটি তখন- থামার ছলে
   হাওয়ার হাওয়ায় মিশেই চলে,
নিয়ে নানান ঝুঁকি-
   কিন্তু এ মন এমন বেলায়
   যাক্ না হয় লোফার খেলায় !
তাইতো মেরে উুঁকি-
   দেখলাম তার রূপের ছটা,
   দেখলাম তার ‘কেশের-ঘটা’,
যখন, সকল থামলো,
   তখন, আমার লুটলো সকল
   ওই জানালার ফুটার নকল-,
যখন, বাদল নামলো- ।।
   তখন মনের ভাবনারা সব
   কেশের ঘটায়- হল নীরব,
হল আরো অ'ভার ।
    যখন, কালোয় ঘনিয়ে গেল-
এপার এবং ওপার ।।