দেখছি আমি-
       বৃষ্টি ভেজা মাছেরা সব-,
       জলের তলায় জল কলরব
                   দিয়েছে জুড়ে, ঝরছে যখন-
                         " বৃষ্টির জল-লব "  ।।


ঠিক তখনই-
      বৃষ্টি ভেজা- মাছরাঙাটি
      চুপটি করে ভরছে পাটি,
                  চুপটি করে ঝপ্- ঝপা-ঝপ্
                        পুরছে নিজের ঘাঁটি  ।।


তারই পাশেই-
     বলাকার ওই দলটি আছে ,
     কিছুটা জলেই, কিছুটা গাছে ,
                  তারাও যে- সুযোগ বুঝে
                       মাখছে মাছে মাছে  ।।


কিন্তু দেখি-,
    রাজ হাঁসেরা এক এক এক
    জল-লবের তীব্র সে বেগ-
               হারিয়ে ফেলে আপন মনে
                      করছে যে প্যাক্ প্যাক্  ।।


কি জানি কি-,
   রাজ হাঁসেরা- এ হেনতে
   পারছে না কি গুগলি খেতে ?
            তবে  যে তারা- করছে সারা
                  নিচ্ছে কুশল জিতে ।।