এই- বৃষ্টি ভেজার মাটি
আমার বড়ই লাগে খাঁটি,
তাইতো আমি সারাটাদিন-
      করছি হাঁটাহাঁটি ।।
   ভিজছি আরো সাথে
আমি শ্রাবন ধারার প্রাতে ,
তাই না আমার -এই মাটিরা
    লাগছে দুধে-ভাতে ।।
   যেন মামার বাড়ি
আমি চালিয়ে নিজেই গাড়ি
বারে বারে ফুড়ুত করে
    দিচ্ছি সোজা পাড়ি  ।।
   এমন- মজায় তাই
আমার বলারই  যো নাই,
লেখাপড়া- অনেক দূরে
   রেখেই দিয়েছি তাই...।।
  এমন সময় হঠাত-,
আমার মা দেখালো ‘ওকাত’
দুম-দুমা-দুম লাগিয়ে পিঠে
    দিল মজার স’গাত  ।।


ইং-৩০\০৭\২০১৬
হরিয়ানা, গুড়গাঁও