ওই পারে-,
    কই পারে ?
দেখি যারে
    সেই হারে  ।।
তবে ভাই-
    কে কারে
বলে নাই
    দ্বারে দ্বারে !
‘ওই পারে-’।
    কে পারে ?(প্রশ্ন সুরে)


বেটা গাধা
   বারে বারে
বলে-‘দাদা’
   যারে তারে ।
আমি তারে-,
   বলি, আরে-
‘ যেই হারে-
    সেই পারে ’ !
    কই পারে?(হতাশ সুরে)


আরে ভাই-
   বলো যারে
বলে সেই
   আরো কারে- ।
এভাবেই-
    চলে সারে-,
স্বভাবেই-
   হয়, চারে  ।।


নিজেতেই-,
  যদি, আরে-
সবেতেই
  ফল ভারে
পক্কিত-
   এই পারে ।।
তবে তো-,
   সব হারে  ।
তবেই তো-,
  -ওই পারে  !!