কথা থাক্ !
কথা হয়ে- জিহ্বারই মাঝে .
সাজো কাক্ !
যদি ঢাকো- নিজেরই লাজে ।।


মান ভাঙা- !
যদি হয় এ মুখের কথা
তবে রাঙা
হৃদয়েতে-, কেন এ ব্যথা ?


ভালোবাসো !
বলো যদি-, এই ভালোবাসা ?
শুধু হাসো,
তাই হাসি- করে নিরাশা !


‘আছি পাশে’
এই বলে- দিন যায় চলে
অবকাশে-
আকাশেতে তারা শুধু জ্বলে  ।।


দূরে থাকো,
তবু বলো- আমি নাকি রাজা,
থাকো থাকো-!
কাছে গেলে- দাও নানা সাজা ।।


তাই সাজো,
যদি ঢাকো- নিজেরই লাজে,
থাক্ আজো,
কথা তবে- তোমারই মাঝে ।।