সূর্য যখন
    যাচ্ছে পাটে
    নিজের বাটে,
বন্ধু তখন
    একলা হাঁটে
    ‘কাব্য হাটে’- ।
তখন তাহার
     হৃদয় কোণে
আসে বাহার,
     আপন মনে-,
যখন তাহার
    দুঃখ লাটে  ।
তবু তাহার-
    কাব্য হাটে
বেলা শেষের
    গানটি গাওয়া,
    নিজেই পাওয়া ।
‘পরীর কেশের-
    কৃষ্ণ ছাওয়া’
    দেখেই ধাওয়া- ,
কাব্য তরীর
    কাশের বনে ।
কাব্য পরীর
    আপন রনে,
তখন যাহার
    হারিয়ে যাওয়া
সকল বাহার,
    খুঁজে পাওয়া  
এইতো সেদিন-
    বারে বারে
    নদীর ধারে ।
আমি যেদিন-
    দেখি তারে,
    সেই তাহারে-
ভালোবাসার
    জিয়ন কাঁঠি
ছোঁয়ায় বাহার-
    হৃদয় বাটি,
তখন বাহার-
    খুব গোপনে
করে আহার,  
    রয় স্বপনে ।
তাইতো আজো-,
    'কাব্য হাটে
    একলা হাঁটে' ।।