‘তোমরা আছো তাই’
জীবন খুঁজে পাই-,
    আমার, এ নিশ্বাসে,
সকল ভুলি তাই- ।
এটাই বলেই যাই-
    তোমাদের বিশ্বাসে
আমার জাগে শ্বাসে
হাজার হাজার মাসে
    হাজার হাজার ভাষা ।।
তাইতো বয়সের
আয়ুটা, কমে সের
     দিন দিন ধরে-,
কেশটা হয় কালো,
দেখিও আরো ভালো,
    ষাটেরই পরে-
যেন ভাবি আঠারো,
দিনে দিনে এবারও
     পেয়ে ভালোবাসা ।।
তাইতো ফোটে ফুল,
গাছেরও বাড়ে মূল,
    পাখিরা বাঁধে বাসা
গাছেদের ডালাতে-,
ফোটা ফুল মালাতে,
     হয় যে চিরঠাসা -
তোমরা আছো বলে !
জীবনের প্রতি পলে-
     তোমাদেরই নিয়ে আশা ।।