মেঘেদের খোলা খামে-    
যেখানে সন্ধ্যা নামে,  
  যেখানে চোখের তারা
রাতের তারার কাছে থামে,
সেখানে ট্রাফিক জামে
কারো যেন শুধু ঘামে,
   কারা যেন হয়ে সারা-
রাতের তারার ধারে, বামে ||


সেইখানে দ্রুতগামি
দেখছি, ছুটছি আমি
   কারা যেন হয়ে সারা
বারবার খসে পড়ে ধামে,
দেখছি যেতে যেতে-
চেনা মুখ অচেনাতে,
    চেনা মুখ একে একে-
আমাকেই দেখে আরো ঘামে ||


'নবাব'কে' দেখি সেথা-,
ইতিহাসের খোলা পাতা
   খুলে রেখে, যেন কারা
বসিয়ে রেখেছে- খুব দামে,
ওরা তবে ছিল 'মিরাজ' !
অনায়াসে- যারা আজ
     খসে পড়ে বারবার
ধরাতলে কিংবা ওই ধামে ||


তবে কি বলো তারা
ইতিহাসে হবে সারা ?
      বারবার খসে পড়া-
তারা কি মলিন গগনধামে ?
ইতিহাসে বিনা ঠাঁই,
হয়তো হবে তাই-
     কালো কালো লিখনির
পরিশেষে হয়তো- 'রামে রামে' ||