(  মূর্তিরূপী, একজন দেশপ্রেমিকের কণ্ঠ থেকে বেরিয়ে আসা কিছু শব্দ কবিতা আকারে প্রকাশ করলাম যা কাল্পনিক হলেও খুবই বাস্তবিক । )
******


জমে থাকা ধূলো আর ময়লা গুলো
আজ দেখি ঝাড়ুদার হাটিয়ে দিলো,
হাটিয়ে দিলো আরো, জমা শত কালো,
একটি বছর ধরে- যা আমাতে ছিল ।।


এই শুকনো মালা আর প্রসাদের থালা
হাটিয়ে, নিভানো প্রদীপ ফের হলো জ্বালা,
দেখি, ফুলের তোড়ার সাথে আসে তাজা মালা,
দেখি, কি যেন বলতে গিয়ে-, থামে ওই বালা ।।


সেলাম জানায় তবু-, দুই হাত তুলে
ঘ্রাণের সাথেই সাথে প্রাণটি খুলে-,
‘একটি দিন শুধু- আছে তার মূলে,
সেই দিন গেলে সব যাবে ফের ভুলে’ !


তখন আবার ধূলো, আবার জমবে কালি,
আবার আমার স্থান- ফের যে হবে খালি,
শূণ্য তখন গলা-, শূণ্য তখন থালি,
তখন আমার হাতে, বাজতে থাকেই তালি ।।